অর্ণব মল্লিক, কাপ্তাই
রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) প্রধান কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক থেকে তাঁর ছবিটি সরিয়ে ফেলেছে দুর্বৃত্তরা। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগ করে চলে যাওয়ার পর বুধবার এই ঘটনা ঘটেছে। তবে কারা স্মৃতিফলক থেকে ছবিটি সরালো তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
স্থানীয় শাহজাহান ও আবেদ আলী জানান, গত মঙ্গলবার তারা এসে দেখেন সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থাকা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত স্মৃতিফলকটি থাকলেও সেখানে বঙ্গবন্ধুর ছবি নেই। ছবিটি ভেঙে সরিয়ে ফেলা হয়েছে। তবে কারা করেছে সেটা কেউ দেখেনি। বর্তমানে শেখ মুজিবের ছবি ছাড়া ফলকটি খালি অবস্থায় পড়ে আছে।
তবে এবিষয়ে জানতে চেয়ে বিএসপিআই কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।