এস এম জিয়াউদ্দীন জুয়েল, আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় জায়গাজমি ও পালিত গরুর বাচুর ভাগাভাগি নিয়ে সৎভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই নুরুল ইসলাম মামুন। নিহত মামুন মৃত আনোয়ার হোসেন পুত্র। অভিযুক্ত সৎ ভাই আবু মোছা আলীকদম উপজেলায় ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাল উদ্দীনের ছেলে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন ও তার সৎভাই আবু মোছার মধ্যে জায়গাজমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সম্প্রতি একটি গরুর বাচুর দেওয়া-নেওয়া নিয়ে তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন জানান, বাচুরটি মামুনের মালিকানাধীন ছিল। তবে তাদের মা বাচুরটি আবু মোছার ছেলেকে উপহার হিসেবে দিতে চাইলে মামুন তা দিতে অস্বীকৃতি জানায়।
এ নিয়ে শুরু হওয়া তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। হাতাহাতির সময় আবু মোছা মামুনের কানে কামড়ে তা ছিঁড়ে ফেলে। এলাকাবাসীর হস্তক্ষেপে ঝগড়া থামানো হলেও কিছুক্ষণ পরে তাদের মধ্যে আবারও সংঘর্ষ বাঁধে।
পরবর্তীতে আবু মোছা তার বাড়ির আঙিনায় কাঠের লাঠি দিয়ে মামুনের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আহত অবস্থায় মামুনকে আলীকদম সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্বব্যরত চিকিৎসক থাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। যাওয়ার পথে মামুনের মৃত্যু হয় বলে তার পরিবার জানায়।
স্থানীয় পাড়ার সরদার নুরুল বশর বলেন, এক মা ও দুই বাবার সন্তান হওয়ায় মামুন ও আবু মোছার মধ্যে নানা সময়ই বিরোধ লেগে থাকত। জায়গাজমি নিয়েও তাদের মধ্যে পুরনো বিরোধ ছিল।
৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন বলেন, এটি অনাকাক্সিক্ষত একটি ঘটনা। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, নিহত মামুনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান পাঠানো হয়েছে। খুনের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ খুনের ঘটনায় নিহতের বন্ধুরা হত্যাকান্ডের বিচার দাবি করছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে।