রাঙামাটি জেলার অসহায় ও হত দরিদ্রদের মাঝে প্রকৃতি ও জীবন ক্লাবের খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে রাঙামাটি চারুকলা একাডেমি হলরুমে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
রাঙামাটি প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান সমন্বয়ক ও চ্যানেল আই প্রতিনিধি সাংবাদিক মনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
প্রকৃতি ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অভয় প্রকাশ চাকমা, পৌরসভার কাউন্সিলর মো: জামাল উদ্দিন, ক্লাবের উপদেষ্টা ওয়াশিংটন চাকমা, আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, ঝিনুক ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক রিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: সাইফুল ইসলাম রাশেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শহরের ৩ শতাধিক অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ( সংবাদ বিজ্ঞপ্তি)