সাইফুল হাসান
৪৮ ঘন্টার হরতালের সমর্থনে রাঙামাটিতে মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। শনিবার সন্ধ্যায় কলেজ গেইট থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এসময় জেলা, সদর, পৌর বিএনপি সহ ছাত্রদল, যুবদল ও বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা বলেন, নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা অবৈধ। এ তফসিল দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিএনপি নেতাকর্মীকে জেলে আটকে রেখে কোনভাবে নির্বাচন হতে দিবে না বিএনপি।
তারা আরও বলেন, স্বৈরাচারী সরকারের এ ষড়যন্ত্র ও তাদের নির্বাচনের নীলনকশা দেশের জনগণ সফল হতে দিবে না। তারা মিছিল থেকে আগামী রবিবার ও সোমবার ৪৮ ঘন্টার হরতাল পালনের জন্য আহ্বান জানান।