জিয়াউল জিয়া
বিএনপি-জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল রাঙামাটিতে ঢিলেঢারা ভাবে পালিত হচ্ছে। হরতাল ডেকেও মাঠে দেখা মেলে নি বিএনপি-জামাতের নেতাকর্মীদের। তবে সরকারি দল আওয়ামীলীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে শহরের প্রায় সবখানেই।
রোববার সকাল থেকে শহরের একমাত্র গনপরিবহন অটোরিক্সা (সিএনজি) অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করছে জেলার সাথে অভ্যন্তরীন ও দুর পাল্লার কোন বাস ছেড়ে যায় নি। তবে জেলা শহর থেকে বিভিন্ন উপজেলার মধ্যে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়োছে। বড় বড় শপিংমল বন্ধ থাকলেও খুলেছে বেশির ভাগ দোকান পাট। শহরের কোথায়ও কোন বিএনপি’র কোন নেতা কর্মীদের দেখা যায় নি। তবে শহরের কলেজ গেইট এলাকায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
হরতালে দুপুর পর্যন্ত জেলায় কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। যে কোন ধরণে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং এলাকায় মোতায়ন রয়েছে পুলিশ।শান্তি সমাবেশ বিএনপি-জামাতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।
সকাল থেকে শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা।
শহরের রির্জাভ বাজার ১ নং, ২ নং ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন কর্তৃক বিএনপি জামাতের হরতালের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর সহ রাঙামাটি জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।