মো. ইসমাইল, পানছড়ি
হাতের ছোঁয়ায় উঠে আসে পিচ ঢালাই। ঠিকাদারের অনিয়মের ফলে নিম্নমানের কাজের কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউপির ৬নং ওয়ার্ডের চন্দ্রনাথ পাড়া হতে শান্তি রঞ্জন পাড়া পর্যন্ত সড়কে ঢালাইয়ের কাজে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়। এই নিয়ে অনলাইন-অফলাইনে চলছে ব্যাপক সমালোচনা।
ঘটনাটি পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশের নজরে আসলে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে ছুটে যান। এসময় উক্ত কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলিম এন্ড ব্রাদার্সের সত্ত¡াধিকারী মো. সেলিমকে ঘটনাস্থলে ডেকে আনেন। উপজেলা নির্বাহী অফিসার ঠিকাদার মো. সেলিমকে নি¤œমানের কাজের জন্য সতর্ক করেন। এবং দ্রুত সময়ের মধ্যে পুনরায় কাজটি করে দেয়ার নির্দেশ দেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলিম এন্ড ব্রাদার্সের মো. সেলিম কাজটি পুনরায় করে দিবেন বলে ইউএনওকে জানান। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ।
পানছড়ি উপজেলার এলজিইডি প্রকৌশলী আব্দুল খালেক জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম আমাদের চোখে পড়েছে। ইউএনও সহ আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুনরায় কাজটি করার নির্দেশ দেয়া হয়েছে। যার ফলে পূনরায় সড়কের কাজ করা হচ্ছে।