বাংলাদেশের অন্যতম বামপন্থী নেতা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক ও সম্মান জানিয়ে বিবৃতি দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
শনিবার পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে দেয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক টানাপোড়নের এক উত্তাল সময়ে পিসিপি’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়ে হায়দার আকবর খান রনো আমাদের সংগঠনের তৎকালীন আপোষহীন নেতা-কর্মীদের মনে সাহস ও শক্তি যুগিয়েছিলেন।’
সদ্য প্রয়াত কমরেড রনোকে লড়াই সংগ্রামের একজন বন্ধু আখ্যায়িত করে পিসিপি নেতৃদ্বয় আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পিসিপি’র নেতা-কর্মী তথা পাহাড়ের প্রতিবাদী ছাত্রসমাজ তাঁকে মনে রাখবে।(বিজ্ঞপ্তি)