নিজস্ব প্রতিবেদক, লামা ॥
শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ ও বাল্য বিয়ে বন্ধে বান্দরবান জেলার লামা উপজেলায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি হারগাজা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের পরিচালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি কাজী বেলাল উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাং নুরুল হোছাইন চৌধুরী। এতে ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোছাইন মামুন ও জোসনা আক্তার লিলি, ফাঁসিয়াখালী মৌজা হেডম্যান মংথুইপ্রু মার্মা বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বাল্য বিয়ে শিক্ষার্থী ঝরে পড়ার মূল কারণ। বাল্য বিবাহ বন্ধ করা গেলে শিক্ষা প্রতিষ্ঠানে ঝরে রোধ হবে। তাই বিবাহ নিবন্ধনকে ডিজিটালাইজেশন করারও পরামর্শ দেন তিনি। তার মতে, ডিজিটালাইজেশন হলে প্রত্যেকটি বিয়ে অনলাইনে নিবন্ধিত হবে। এ ক্ষেত্রে কোন অভিভাবক ভুয়া বয়স প্রমানক দিলে নিকাহ রেজিষ্ট্রাররা সাথে সাথে শনাক্ত করতে পারবে। ডিজিটালাইজেশন হলে বাল্য বিবাহের সাথে সাথে প্রতারণামূলক বিবাহও কমে যাবে।