মিন্টু মারমা, মানিকছড়ি ॥
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল শাখা অংশে রাত্রিকালীন অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) আওতায় জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের নির্দেশে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সহযোগিতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি করে সাতটি কারেন্ট জাল ও একটি চায়না দুয়ারা জালসহ সর্বমোট ১ হাজার মিটার জাল জব্দ করা হয়।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, হালদা নদী দেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।’ অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা, মানিকছড়ি থানায় এসআই আব্দুস ছালাম, সঙ্গীয় ফোর্স ও হালদা নদীর প্রতিনিধি অংশ নেন।

