বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানের সশস্ত্র সংগঠন কেএনএফের সন্ত্রাসী তৎপরতা বন্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান এবং হিলট্রাক্টস রেগুলেশন আইন ১৯০০ শাসনবিধি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য নাগরিক পরিষদ। বৃহস্পতিবার সকালে বারোটায় বান্দরবানে হোটেল গ্র্যান্ডভ্যালী অডিটোরিয়াম আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি নাছির উদ্দিন, সহসভাপতি রুহুল আমিন, দপ্তর সম্পাদক শাহজালাল রানা, লামা উপজেলা সভাপতি কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, কেএনএফের সঙ্গে আলোচনার নামে জাতিকে ধোঁকা দিয়েছেন শান্তি কমিটি। কেএনএফের সঙ্গে জড়িত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। কেএনএফের অর্থ জোগানদাতাও শান্তি কমিটির প্রধান নেতা। কেএনএফ নতুন করে আলোচনায় বসার কথা বলে নতুন করে সংগঠিত হচ্ছে।
তিনি বলেন, অস্ত্রধারীদের সঙ্গে কোনো আলোচনা চলতে পারে না, ধোঁকাবাজি বন্ধ করে সন্ত্রাসবিরোধী অভিযান জোরালো করতে হবে। যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান ছাড়া পার্বত্য চট্টগ্রামে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রত্যাহার করা ২৪১টি সেনাক্যাম্প পুনঃস্থাপন করতে হবে। নিরাপত্তার স্বার্থে দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় নতুন নতুন সেনা ক্যাম্প স্থাপন জরুরি হয়ে পড়েছে। শান্তি আলোচনার অজুহাতে কেএনএফ বিরোধী র্যাবের অভিযান গতবছর সাময়িক বন্ধ রাখায় বেপরোয়া হয়ে উঠেছে। হিলট্রাক্টস রেগুলেশন আইন ১৯০০ শাসনবিধি বাতিলের দাবি জানাচ্ছি।