মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির স্বেচ্ছাসেবী, ট্যুরিজম, উদ্যোক্তা ও যুব সংগঠন হিল সার্ভিসের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং এতিম, অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় । সোমবার (১৬ ডিসেম্বর) আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোহাম্মদ দিদারুল আলম । তিনি বলেন, হিল সার্ভিস হলো আদর্শ একটি সংগঠন, তাদের কথাবার্তা এবং কাজের সাথে যথেষ্ট মিল রয়েছে । আমরা রাঙ্গামাটিতে দুর্যোগে কাজ করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি । কিছুদিন আগে হিল সার্ভিসের সদস্যদেরকেও আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম ।তাদেরকে প্রশিক্ষণের আগে-পরেও রাঙামাটির প্রতিটি অগ্নিকাণ্ড সহ যেকোনো দুর্যোগে পাশে পাওয়া যায় । অত্র সংগঠন প্রকৃত মানবতার কাজ করেন । তিনি সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন । সংগঠনের সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মাসুদ রানা রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল ।
বিশেষ অতিথি বলেন, এই সংগঠনের কাজ আমার খুব ভালো লাগে । তারা মানবতার তরে বিভিন্ন জায়গায় অবদান রেখে চলেছেন, তাদের প্রতিটি কাজ খুব প্রশংসনীয় । আমি সাধ্যানুযায়ী অত্র সংগঠনের প্রতিটি কাজে পাশে থাকবো । সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে রিজার্ভ মুখস্থ গাউসিয়া কমপ্লেক্স খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈবিয়ায় এতিম, অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা সহ-সভাপতি সাহিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমেদ ।