জিয়াউল জিয়া
লংগদু থেকে প্রসব বেদনা নিয়ে চিকিৎসার জন্য রাঙামাটি আসার পথে কাপ্তাই হ্রদে স্পীড বোটে এক শিশুর জন্ম হয়। মা ও শিশুকে আজীবন বিনামূল্যে যাতায়াত ভ্রমণের সুবিধা দিয়েছে বোট মালিক। রবিবার দুপুরে সুবলং লঞ্চঘাটে শিশুটির জন্ম হয়। তবে শিশুটি সহজে পৃথিবীতে আসেনি। বোটে ছিলো না কোন চিকিৎসক। পার্বত্য রাঙামাটি স্পিড বোট মালিক সমিতির লাইন ম্যান মো. তৈয়ব আলী জানান, বোট চালক মো. আবু বক্কর আমাকে বিষয়টি ফোনে জানানোর পর সাথে সাথে বোট মালিক লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশকে জানায়। পরে তিনি খুশি হয়ে সাথে সাথে পরিবারকে মিষ্টি খাওয়ার জন্য দশ হাজার টাকা এবং শিশুটির মা ও শিশুটি যে কোন বোটে ভ্রমণ করলে এর ব্যয় তিনি বহন করার ঘোষণা দেন। বোটে থাকা শিশুটির পিতা মো. রাসেল হোসেন জানান, আমার স্ত্রীর সকাল থেকে প্রসব বেদনা বেড়ে গেলে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিলে পরিস্থিতি খারাপের দিকে গেলে দ্রুত মাইনী বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। তারাও দ্রুত রাঙামাটি নিয়ে যেতে বলে। আমি স্পিড বোট ভাড়া করে রাঙামাটি নিয়ে আসার পথে সুবলং এলাকায় পৌঁছালে আমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করে। পরে ঘাটে এসে দ্রুত রাঙামাটি হাসপাতালে নিয়ে যায়। মো. রাসেল হোসেনের ফুফু শ্বাশুড়ি মোছা কুলসুম বেগম বলেন, বোট মালিক আমাদের দশ হাজার টাকা দিয়েছে এবং স্পিড বোটে মা ও মেয়ের আসা যাওয়া ফ্রি করে দিয়েছে। শুনে আমরা খুবই আনন্দিত। সাবাই আমাদের শিশুটির জন্য দোয়া করবেন।
হ্রদের বুকে স্পীডবোটে শিশুর জন্ম, আজীবন মা’সহ ভ্রমণ ফ্রি !
রাঙামাটি
2 Mins Read
Previous Articleকাপ্তাইয়ে পিকনিকের বাস দুর্ঘটনায় জড়িত চালক আটক; মামলা দায়ের
Next Article ঘুমধুম সীমান্তের ৫ স্কুল খুলবে বুধবার
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.