নিজস্ব প্রতিবেদক ॥
৪৩তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এর টায়ার দুইয়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাঙামাটি জেলা নিজেদের প্রথম ম্যাচে শেরপুর জেলা দলকে ১০৫ রানে পরাজিত করেছে। রবিবার সকালে টসে জিতে রাঙামাটি জেলা দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। রাঙামাটি জেলা দল ৪৪.১ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। রাঙামাটির পক্ষে আমিনুল ইসলাম আকাশ সর্বোচ্চ ৩১ রান করেন। শেরপুর জেলার পরাগ দত্ত ৪ টি উইকেট নেন।
মধ্যাহ্ন বিরতির পর শেরপুর জেলা দল ১৭০ রানের লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ২৯.৫ ওভারে ৬৪ রান করে অলআউট হয়ে ১০৫ রানের পরাজয় বরন করে।রাঙামাটির পক্ষে রাশেদুল ইসলাম শান্ত ৬.৫ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। রাঙামাটির দ্বিতীয় ম্যাচ ১৯ মার্চ গাজীপুর ও ২১ মার্চ চট্টগ্রাম জেলা দলের সাথে।
রাঙামাটি দলের সাথে ম্যানেজার হিসেবে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌস আলম ও কোচ হিসেবে মহিতোষ দেওয়ান রয়েছেন।