নিজস্ব প্রতিবেদক ॥
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে রাঙামাটি পার্বত্য জেলার ১১ জন অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীকে এককালীন ২৪ হাজার টাকা করে প্রদান করা হয়। শনিবার বিকালে রাঙামাটি মারী স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, ক্রীড়া সংগঠক ওয়াশিংটন চাকমা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।