নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৮ দিন পর ১১ দফা দাবি নিয়ে মাঠে দেখা গেলো রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দদের। এসময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সংসদ বাতিল, খালেদা জিয়াসহ সকল কারাবন্দীরর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে কালো পতাকা মিছিল বের করে রাঙামাটি বিএনপি।
শুক্রবার কাঁঠালতলী দলীয় কার্যালয় হতে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরুপায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপেন তালুকদার দীপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম (ভুট্টো), সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সাকিলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপেন তালুকদার দীপু বলেন, দেশে আওয়ামী লীগ সরকার আরও একটি অবৈধ নির্বাচন করেছে। যেখানে দেশের অধিকাংশ মানুষ ভোট কেন্দ্রে যায়নি। তারা এই নির্বাচনকে প্রত্যাখান করেছে। দেশের মানুষকে
রাঙামাটি জেলা বিএনপি’র পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, দেশের মানুষ দ্রব্যমূলের উর্ধ্বগতির জন্য না খেয়ে দিনযাপন করছে। এই আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তারা জনগণের দাবি ও কষ্ট বুঝতে চায় না। এই সরকার ২৫ হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রেখেছে। খালেদা জিয়াসহ সকল কারাবন্দীরর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।