আলাউদ্দিন শাহরিয়ার,বান্দরবান
বান্দরবানে দীর্ঘ ১১ মাস পর পর্যটকদের ভ্রমণের জন্য রোয়াংছড়ি উপজেলায় রহস্যময় পর্যটন স্পট দেবতাখুম খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের গনবিজ্ঞপ্তি জারি করেছেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।
প্রশাসন ও সংশ্লিষ্টরা জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবোচনায় গতবছরের এপ্রিল থেকে রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। নিষেধাজ্ঞার দীর্ঘ ১১ মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ১১ ফেব্রুয়ারী থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে রোয়াংছড়ি উপজলোর রহস্যময় পর্যটন স্পট দেবতাকুম, শীলাবান্ধা ঝরনা ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবোচনায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনার মাধ্যমে রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি গনবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ থেকে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর কাছে নাম-পরিচয় লিপিবদ্ধ করে পর্যটকরা দেবতাখুম পর্যটন স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের নিরাপত্তায় পুলিশ, ট্যুরিস্ট পুলিশ’সহ প্রশাসন সম্মলিতভাবে কাজ করছে।