নিজস্ব প্রতিবেদক ॥
১৪ ডিসেম্বর সাংবাদিক মোস্তফা কামালের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক মোস্তফা কামাল স্মরণসভা পরিষদ বৃহস্পতিবার স্মরণসভা, মিলাদ মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করবে। রাঙামাটি প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক মোস্তফা কামাল স্মরণসভা পরিষদের আহ্বায়ক রমজান আলী বলেন, সাংবাদিক মোস্তফা কামাল আমাদের জন্য অনেক কাজ করে গিয়েছিলেন। সর্বক্ষেত্রে তাঁর বিচরণ ছিল। খেলাধূলা, সাংস্কৃতিক জগত, শিক্ষকতা ও সাংবাকিতায় তাঁর বিচরণ প্রশংসাযোগ্য। তিনি সবসময় মানুষের জন্য কাজ করেছেন। মানুষের পাশে থেকেছেন। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন স্মরণ করতে আমরা এই বছর স্মরণ সভা, মিলাদ মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছি।
সাংবাদিক মোস্তফা কামাল স্মরণসভা পরিষদের যুগ্ম আহ্বায়ক শংকর হোড় বলেন, মোস্তফা ভাইয়ের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর শুভাকাক্সক্ষীদের নিয়ে আমরা একটা বৈঠক করি। সেই বৈঠক থেকেই মোস্তফা ভাইয়ের স্মৃতি স্মরণ করার উদ্দেশে এই স্মরণ সভা আয়োজন করেছি। আর মোস্তফা ভাই যেহেতু সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, তাই আমরা কিছু দুস্থ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছি।