ইয়াছিন রানা সোহেল ॥
রাঙামাটি সড়ক বিভাগের উদ্যোগে ১৫০ কিলোমিটার সড়কের ঝোঁপঝাড় পরিষ্কার অভিযান শুরু হয়েছে। সড়কে দুর্ঘটনা এড়াতে, সাইনবোর্ড ও কিলোমিটার পোস্টগুলো দৃশ্যমান করতে সড়ক বিভাগের এই উদ্যোগ। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি মহালছড়ি আঞ্চলিক সড়কে রাস্তার দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার নির্দেশে এই পরিস্কার অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী ২০দিনের মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম সড়কের প্রায় ১৫০ কিলোমিটার সড়কের দুই পাশের ঝোঁপঝাড় ও আগাছা পরিষ্কার করা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। তিনি জানান, রাঙামাটি সড়ক বিভাগের অধীনস্থ ছয়টি আঞ্চলিক মহাসড়কে এসব ঝোপঝাড়, লতাপাতা, ডালপালা বেড়ে গিয়ে রাস্তায় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে করে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির আশংকা বাড়ছে। সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে এই উদ্যোগ। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর জনস্বার্থে যেসব কাজ অগ্রাধিকার দেয়া প্রয়োজন; সেসব কাজ গুরুত্বের সাথে শুরু করেছি। আগামী ২০দিনের মধ্যে ১৫০কিঃমিঃ সড়কের ঝোপঝাড় পরিস্কার করার উদ্যোগ নিয়েছি। প্রতিটি সড়কে আলাদা আলাদা টিম কাজ করবে।
প্রথমদিনের অভিযানে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান, উপ-সহকারী প্রকৌশলী দীপন চাকমা, উপ-সহকারী প্রকৌশলী তিথি চাকমা, উপসহকারী প্রকৌশলী পলাশ চাকমা, উপসহকারী প্রকৌশলী কৃর্তিনিশান চাকমা, উপসহকারী প্রকৌশলী মো রবিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী অর্ধেন্দু বিকাশ চাকমা।
উল্লেখ্য, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে সবুজ চাকমা গত তিনদিন আগে যোগদান করেন।