নিজস্ব প্রতিবেদক
চেক প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে রাঙামাটি পুলিশ। আসামীর নাম আবু ওয়াহেদ রুবেল। তিনি শহরের বনরুপার একসময়ের সুপরিচিত ব্যবসায়ি আইয়ুব আলীর পুত্র বলে জানা গেছে।
রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরের খলিফাপট্টি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রুবেলের বিরুদ্ধে সর্বমোট ১৮টি মামলায় ওয়ারেন্ট ইস্যুকৃত ছিল। যার মধ্যে ৩টি মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল। ইতিমধ্যে আসামী রুবেল দুইটি চেক প্রতারণার মামলায় সাজা খাটলেও শর্তসাপেক্ষে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে পলাতক ছিলেন। ঈদ উপলক্ষে সে তার পৈত্রিক বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
রুবেলের বিরুদ্ধে দায়ের করা চেক প্রতারনা মামলার বাদী আইনজীবি অ্যাডভোকেট রাইসুল কবির হিমুন জানিয়েছেন, রুবেলের কাছে আমিসহ রাঙামাটির অনেকেই টাকা পায়। যে টাকার মূল্য প্রায় ২ কোটি টাকার মত। রুবেল তার মা ও স্ত্রীসহ আমার কাছে ১১ শতক জায়গা বিক্রি করবে মর্মে কথা দিয়ে ৩০ লক্ষ টাকা নিয়ে যায়। বিনিময়ে তারা আমাকে দুইটি ব্যাংক চেক দেয়। কিন্তু ওদের একাউন্টে কোন সেই পরিমাণ টাকা না থাকায় ব্যাংক আমাকে চেক ফেরত দেয়। পরবর্তীতে আমি রুবেলের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে আইনের আশ্রয় গ্রহণ করি।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আমিন বলেন, গ্রেফতারকৃত আসামী রুবেলের বিরুদ্ধে অনেকগুলো মামলা ও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে আমরা তাকে গ্রেফতার করি এবং আদালতে প্রেরণ করি। রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত অফিসার সি ডাব্লিউ মূল্যে রুবেলকে জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।