প্রতিবছরের ন্যায় এবারও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিজয় রতন দে এর পিতা ও মাতার স্মরণোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মঙ্গল ও বুধবার এসপি অফিস সংলগ্ন তাঁর বাসভবনে দুই দিনব্যাপী মাঙ্গলিক নানান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বিজয় রতন দে’র ছেলে খোকন কুমার দে জানান, প্রতিবারের ন্যায় এবার দুই দিনব্যাপী নানান অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার সকালে সমবেত প্রার্থনা ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ। গীতা পাঠ পরিবেশন করবেন দেশবরেণ্য গীতা সুধাকর প্রদর্শন দেবনাথ। দুপুরে মহাপ্রসাদ বিতরণ ও বিকালে বস্ত্র বিতরণ করা হবে। রাতে অষ্টপ্রহরব্যাপী মহোৎসবের অধিবাস এবং রাতব্যাপী অনুষ্ঠিত হবে মনসা পুঁথি পাঠ। মনসা পুঁথি পরিবেশন করবেন রণজিৎ কর ও বিষ্ণুপদ দাশ। পরেরদিন বৃহস্পতিবার অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হবে এবং দুপুরে ও রাতে মহাপ্রসাদ বিতরণ করা হবে। অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।(বিজ্ঞপ্তি)