জয়নাল আবেদীন,কাউখালী,
রাঙামাটির কাউখালীর বেতবুনিয়া ফরেনার চেকপোস্ট এলাকা থেকে ১৯২ লিটার চোলাই মদ সহ নুরুল আলম (৩৭) নামের এক পিকআপ চালক’কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) রাতে এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি টিম রাবার বাগান ফরেনার পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে একটি পিকআপ গাড়ি থেকে পানির বোতলে ভর্তি ১৯২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ নুরুল আলকে আটক করা হয়।
আটককৃত নুরুল আলম প্রকাশ নূর আলম (৩৭), খাগড়াছড়ি সদর উপজেলার শব্দমিয়া পাড়ার আবু সৈয়দ এর ছেলে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, মাদকসহ সকল অপরাধ দমনে কাউখালী থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা বিভিন্ন পয়েন্টের চেকপোস্টের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের টহলটিমের তৎপরতায় অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। চোলাই মদ সহ আটককৃত পিকআপ চালকের শনিবার সকালে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।