নিজস্ব প্রতিবেদক ॥
দীর্ঘ ১৯ বছর পর রাঙামাটিতে কাল(সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) জনসভা। ২০০৬ সালে ১২ ফেব্রুয়ারি রাঙামাটি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে বিএনপি’র সর্বশেষ জনসভাটি অনুষ্ঠিত হয়। জনসভাকে ঘিরে চাঙ্গাভাব এখন বিএনপি পরিবারে। জনসভা সফল করতে বিভিন্ন ইউনিটের মধ্যে গত কয়েকদিন ধরে প্রস্তুতি সভার পাশাপাশি জেলা, উপজেলা চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের প্রস্তুতি নিয়ে কাজ করছে বিএনপির নেতৃবৃন্দ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রাঙামাটিতে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, জনসভা সফল করতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর দুইটা থেকে রিজার্ভ বাজারের শহীদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে এই সভা শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম বিভাগ) মাহাবুবের রহমান শামীম। এতে বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম বিভাগ) হারুনুর রশীদ(ভিপি হারুন), কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ সম্পাদক লে. কর্নেল(অব.) মনীষ দেওয়ান, প্রাক্তন সাংসদ ও উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। জনসভায় কেন্দ্রীয় ও জেলা, উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া ১০ উপজেলার নেতাকর্মীরা যোগ দেবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, আমাদের প্রস্তুতি খুব ভালোভাবেই শেষ হয়েছে। আমাদের চিন্তাভাবনা ছিল জনসভায় ৬০ থেকে ৭০ হাজার মানুষ উপস্থিত হবে। কিন্তু গত কয়েকদিনের প্রচার, প্রচারণার ফলে আমরা দেখতে পারছি জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে।
তিনি আরো বলেন, সমাবেশের মাধ্যমে রাষ্ট্রগঠনে দেশনায়ক তারেক জিয়ার যে বার্তা সেটা আমরা ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে গণতন্ত্র সুসংহত করতে দাবি জানানো হবে। তিনি বলেন, জনসভা ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে। তারা বেশ আন্তরিকভাবে সহযোগিতা করছে।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, জনসভার প্রস্তুতি ভালোভাবেই শেষ হয়েছে। মানুষের উচ্ছ্বাস দেখে আমরা আশ^স্ত হচ্ছি স্মরণকালের বড় জনসমাবেশ হতে যাচ্ছে এবার। জনসভা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।