নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোহনা ত্রিপুরা এক ঘন্টার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রবিবার সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘন্টার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
প্রতীকী চেয়ারম্যান মোহনা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউপির ৩নং ওয়ার্ড ছেলাছড়া পাড়ার রুটিনাথ ত্রিপুরা ও হিরা ত্রিপুরার বড় মেয়ে।
চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে মোহনা ত্রিপুরাকে ফুল ও উত্তরীয় দিয়ে পরিষদের পক্ষ থেকে বরণ করে নেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। পরে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ কার্যক্রমে অংশ নেয় তিনি।
“গার্লস টেকওভার” এই কর্মসূচির আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং।