নিজস্ব প্রতিবেদক ॥
কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও মাছের স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাত করণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা আধীর চন্দ্র দাস, রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুর শুক্কুরসহ মৎস্যজীবি ও ব্যবসায়ীগণ।
সভায় জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবছরও কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এই তিনমাস হ্রদে মৎস্য আহরণ, বিপনন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এসময় জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হবে। পাশাপাশি অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।