রাঙামাটিতে সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে জেলার ২৭টি সরকারি ও বেসরকারি সংস্থাকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সকাল বারোটায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফ উদ্দিন আহাম্মদ, জেলা পরিষদ সদস্য বৃষকেতু চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তর রাঙামাটির উপ-পরিচালক হাবিবুল্লাহ, প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল্পনা চাকমা।
বক্তারা বলেন, সরকার তৃণমুল পর্যায়ের নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সমজের বিত্তবানরা যদি নারী সমাজের উন্নয়নে এগিয়ে আসেন তাহলে নারীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
২৭টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে মোট ১৩ লক্ষ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।