রাঙামাটি শহরের ভেদভেদেী বাজার থেকে মদ তৈরি করার উপকরন ‘মুলি’ আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদক নিয়ন্ত্রন দমন ও ভেদভেদী পুলিশ চেক পোষ্ট এর সদস্যদের অভিযানে দু‘জনকে আটক করা হয়। এ সময় একজনের কাছ থেকে ৭টি কাটনে ২০ কেজি করে ১৪০ কেজি মুলি, অন্য জন থেকে একই ভাবে ৭টি কাটনে ২০ কেজি করে ১৪০ কেজি মোট ২৮০ কেজি মুলি আটক করা হয়।
আটককৃতরা হলেন পূর্ব মানিকছড়ি এলাকার কুলারাম চাকমার ছেলে উদয়ন চাকমা (৩০), খাগড়াছড়ি তেতুলতলার ধনপতি রতন চাকমার ছেলে তপন জ্যোতি চাকমা (২৮)।
অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রন দমন পরিদর্শক শয়েব আহমেদ চৌধুরী, কর্মকর্তা নাসিম ফেরদৌস, তানভীর আহম্মদ, তরুন বিকাশ চাকমা, রেজাউল করিম, ভেদভেদী পুলিশ চেক পোষ্ট আইসি মোঃ মিজান উপস্থিত ছিলেন।
ভেদভেদী পুলিশের আইসি মিজান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু‘জনকে আটক সহ মদ তৈরি করার উপকরণ হিসেবে ব্যবহৃত মুলি মোট ২৮০ কেজি জব্দ করি।