সাইফুল হাসান
রাঙামাটিতে ৩১ লিটার চোলাই মদ সহ ২জন নারীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার সকালে শহরের মানিকছড়ি চেক পোস্টে অভিযান চালিয়ে এ চোলাই মদ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানার এসআই নয়ন কুমার চক্রবর্তী নেতৃত্বে চোরাই মদ সহ ২জন নারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- আনোয়ারা বেগম আনু(৫২) এবং শিরিন বেগম (২৫)। তারা চট্টগ্রাম পাহাড়তলী এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যাতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, নিজেদের দেহে বিশেষ কায়দায় সংযুক্ত রেখে মাদক বহন করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল এই দুই নারী। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা আছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।