বাঘাইছড়ি উপজেলায় ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মিলনপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীকে কম্বল প্রদান করেছে উন্নয়ন সংস্থা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচএসডিও)।
স্কুলে অধ্যয়নরত বিভিন্ন শ্রেণীর ৩২ জন দরিদ্র শিশুকে প্রকল্প কর্মকর্তা তাপস কমুার চাকমা ও হিসাব কর্মকর্তা পলাশ বড়–য়ার উপস্থিতিতে কম্বল বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন এলাকার কার্বারী-মুরুব্বী এবং অত্র স্কুলের এসএমসি’র সম্মানিত সভাপতি নিরুপম চাকমাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের সভাপতি মিহির দেওয়ান (কার্বারী) বলেন, স্কুলের প্রতিষ্ঠার পর প্রথম এইভাবে কেউ কম্বল বিতরণ করলো।
এসএমসি সভাপতি নিরুপম চাকমা তার বক্তব্যে বলেন, দরিদ্র ছেলে-মেয়েদের কাছে শীতবস্ত্র কম্বল দেয়াতে এইচএসডিও সংস্থাকে অভিনন্দন জানান এবং এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আগামীতে জাতীয়করন না হওয়া পর্যন্ত যাতে এনজিও সংস্থা হতে শিক্ষক সহায়তাসহ বিভিন্ন সহযোগিতা অব্যাহত থাকে।
বিগত ৯ বৎসর যাবৎ এই প্রত্যন্ত এলাকায় শিক্ষার পাশাপাশি জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখায় স্থানীয় উন্নয়ন সংস্থা এইচএসডিও, গ্রীন হিল এবং মানুষের জন্য ফাউন্ডেশন(এমজেএফ) এর নিকট কৃতজ্ঞতা জানান বক্তারা।
প্রসঙ্গত, বিগত ২০০৮ সাল থেকে প্রথমে ‘সম্প্রীতি’ নামক প্রকল্পের মাধ্যমে অত্র স্কুলে ২ জন শিক্ষক সহায়তার মাধ্যমে স্কুলটি পরিচালনা করা হচ্ছিলো,পরে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পাওয়ার পর স্কুলটিতে আরো ১জন শিক্ষক নিয়োগদানের মাধ্যমে ২০১৩ সালের আগষ্ট মাস হতে বর্তমান পর্যন্ত শিক্ষক সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি স্কুলের মা’দলের সদস্যাদের মাঝে ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা এককালীন অর্থ সহায়তার মাধ্যমে প্রতিটি সদস্য স্ব স্ব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে নিজের এবং স্কুলের বিবিধ উন্নয়ন সাধিত হচ্ছে এবং এলাকায় দরিদ্র মানুষের সঞ্চয় সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।