নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে ৩২টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে আইকনিক ক্রিকেট টুর্নামেন্ট। অগ্রযাত্রা ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা শহিদ শুক্কুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক কামরুল ইসলাম রাজীবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য আব্দুল মান্নান, চেম্বার অব কর্মাসের পরিচালক নিজাম উদ্দিন। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ও মো. ইলিয়াস ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মালেক। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ইমু, তারেক, বেলাল, সোহেল, নিশু, মোরশেদ, পুতুল, হেলাল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, খেলোয়াড়দের আচার-আচরণ যাতে সুন্দর, সুশৃঙ্খল ও বন্ধুসুলভ হয় সেদিকে নজর রাখতে হবে। খেলাতে যদি কোনও দুর্ঘটনা ঘটে তাহলে পুরো খেলা কিংবা টুর্নামেন্টটাই নষ্ট হয়ে যায়। খেলায় কোনও সাম্প্রদায়িকতা আসবে না, রাজনীতি আসবে না। খেলার মাঠে সকলেই খেলোয়াড়, সকলেই বন্ধু। এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, খেলাধূলার মাধ্যমে যুবকদের শরীর গঠনের পাশাপাশি তারা নেশা থেকে দূরে থাকে। খেলাধূলা জীবনকে শৃঙ্খল হতে শেখায়। গত কয়েক বছর রাঙামাটিতে কোনও ক্রিকেট আয়োজন না হওয়ায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, অগ্রযাত্রা ক্লাবের উদ্যোগে এমন আয়োজন জেলার ক্রিকেটাররা আবারো চাঙ্গা হওয়ার সুযোগ পেয়েছে। তাদের ক্রিকেটিয় নৈপূণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোয়ালিফায়েড আম্পায়ার মো. হাসান ও অমিত দেওয়ানের পরিচালনায় উদ্বোধনী খেলায় টিম লিজেন্ডসকে হারিয়ে কলেজ গেইট কিংস টুর্নামেন্টের শুভসূচনা করে। প্রতিদিন দুইটি করে মাসব্যাপী এই টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত হবে।