নিজস্ব প্রতিবেদক ॥
৪২তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে রাঙামাটি জেলা ক্রিকেট দল। পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেরপুর জেলাকে ১৮ রানে হারায় রাঙামাটি জেলা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে রবিবার মাঠে নামে রাঙামাটি বনাম শেরপুর জেলা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাঙামাটি জেলা দল সংগ্রহ করে ১২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে শেরপুর জেলা দলের সংগ্রহ দাঁড়ায় ১০৬ রান। ফলে ১৮ রানে জয় পায় রাঙামাটি জেলা দল। রাঙামাটি দলের হুমায়ন কবির, মোদাচ্ছের ও হিমেল প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করে। রাঙামাটি জেলা দলের ম্যানেজার হিসেবে আহমেদ হুমায়ন কবির ও কোচের দায়িত্ব পালন করে মহিতোষ দেওয়ান।
উল্লেখ্য, প্রথম ম্যাচে কুমিল্লার সাথে হেরে যায় রাঙামাটি জেলা দল। আর দ্বিতীয় ম্যাচে কক্সবাজারকে আর তৃতীয় ম্যাচে শেরপুর জেলাকে হারায় রাঙামাটি জেলা দল।