হেফাজত সবুজ
রাঙামাটিতে আসন্ন উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে করা হয়েছে। এতে চার উপজেলার মনোনয়ন জমা দেয়া ৩৭ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে রয়েছেন রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান এবং জুরাছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী রিন্টু চাকমা।
বুধবার দুপুরে সিনিয়র জেলা নির্বাচন কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী, মোঃ বেলাল হোসেন, বিল্লাহ মেহেদীসহ বিভিন্ন উপজেলার প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানিয়েছের, প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে রাঙামাটির চারটি উপজেলা রয়েছে। যেখানে মোট ৩৭ টি মনোনয়ন পত্র জমা পরেছে। এর মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান এর শিক্ষাগত যোগ্যতার সনদের কপি না থাকায় এবং জুরাছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী রিন্টু চাকমা ঋণ খেলাপি হওয়ার তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। বাকি ৩৫ টি মনোনয়ন পত্র বৈধ আছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান জানিয়েছেন, ‘আমি ভুলে একটি কাগজ জমা দেইনি,সেটা আপিলে জমা দিব। আশা করছি সমস্যা হবেনা।’
প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলার কাউখালী, জুরাছড়ি, বরকল ও রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
আসন্ন নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যার পদে ৩ জন, বরকল উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যার পদে ২ জন করে, কাউখালীতে চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং জুরাছড়িতে চেয়ারম্যান পদে ৩ ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চার উপজেলার তিনটিতেই চেয়ারম্যান পদে নিজেদের একক প্রার্থী আগেই ঘোষণা দিয়েছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ।