মো: ইসমাইল, পানছড়ি
পড়ালেখার প্রতি আগ্রহ আর অদম্য ইচ্ছাশক্তির বলে ৫৫ বছর বয়সে এসএসসি পাশ করেছে পানছড়ি’র রৌশনারা বেগম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৪.০৫ পেয়ে তিনি পাশ করেছেন। রৌশনারা উপজেলার সদর ইউপির ইউপির কলোনীপাড়া গ্রামের মৃত আবদুল কাদেরের মেয়ে। অন্যদিকে তিনি ইউনিসেফ’র দমদম পাড়া কেন্দ্রের শিক্ষক।
রৌশনারা জানান, নিজে এসএসসি পাশ করলে কোমলমতি শিশুদের আরো ভালোভাবে পড়াতে পারবো। তাই নিজের ভিতরেই পড়া-লেখা করার প্রবল ইচ্ছা জাগে। প্রচন্ড মনোবল নিয়েই এসএসসিতে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করি। আল্লাহর অশেষ রহমতে ভালো পয়েন্ট নিয়েই পাশ করেছি। এছাড়াও এইচএসসিতে ভর্তির ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন তিনি।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ জানান, এ বয়সে লেখাপড়া করার ইচ্ছা সবার মাঝে থাকে না। তার এ রকম আগ্রহ দেখে অনেকেই অনুপ্রাণিত হবে।