নিজস্ব প্রতিবেদক, লংগদু
রাঙ্গামাটির লংগদু উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান (এ আই জি) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি জেলের ৬টি করে ৫জন জেলের মাঝে ৩০টি ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার, লংগদু উপজেল সদরে পাবলিক লাইব্রেরীর সন্মুখে ৫জন জেলের মাঝে ৩০টি চাগল বিতরণ করা হয়। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিঃদায়িত্ব) আকিব ওসমান জেলেদের মাঝে এই ছাগল বিতরণ করেন।
এসময় লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান, লংগদু বিএফডিসি ব্যাবস্থাপক আকবর হোসেন উপস্থিত ছিলেন।
Next Article ভূমি সেবা সপ্তাহে লংগদুতে র্যালি ও আলোচনা সভা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.