বান্দরবান জেলা থানছি উপজেলায় প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ঘরবাড়ী জুমের ফসল ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোকে চিহ্নিত করে ৭২ পরিবারকে ৫ হাজার টাকা করে ৩ লক্ষ ৬০ হাজার টাকা
সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবি সংগঠন কারিতাস।
ইউকেএইড এর অর্থ সহায়তায় কারিতাস ইএসএলইপি,সিএইচটি (সিঁড়ি) প্রকল্পের আওতায় উপকারভোগী ৪ ইউনিয়নের সর্বমোট ৭২ জন আদিবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও বিতরনে উপলক্ষ্যে সোমবার সকালে কারিতাস সিড়িঁ প্রকল্প কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজক করা হয়।
প্রকল্পের মাঠ কর্মকর্তা দিপু চাকমা এর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যুব উন্নয়ন কার্যালয়ের ক্রেডিট অফিসার মোঃ সেলিম রেজা,কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের বান্দরবান জেলা কার্যালয়ের কর্মসূচী কর্মকর্তা রুপনা দাশ,সিঁড়ি’র ম্যানেজার মোঃ শায়ফুল ইসলাম, হিসাব রক্ষন কর্মকর্তা নুপুর দাম গুপ্ত, সিনিয়র হিসাব ম্যানেজার মির্জা লায়লা ফেরদৌস,খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা ,ইউপি মেম্বার টিংপাও ম্রো এসময় বক্তব্য রাখেন।