বান্দরবানের লামায় অতি দরিদ্র পরিবারের বিদ্যালয়গামী ৭৫০ শিক্ষার্থী পেলো বই, খাতা, কলম, স্কেল, সার্পনার, পেন্সিল, পেন্সিল বক্স, কাটারসহ বিভিন্ন শিক্ষা উপকরন। কারিতাস ইএসএলইপি-সিএইচটি সিড়িঁ প্রকল্পের উদ্যোগে এ উপকরন পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। উপকরন বিতরন উপলক্ষে শনিবার দুপুরে কারিতাস সিঁড়ি প্রকল্প কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- লামা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিন্টু কুমার সেন। এতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজী ও প্রকল্পের মাষ্টার ট্রেইনার ইংকি চাকমা বিশেষ অতিথি ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন উদ্ভোধন করেন।
প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদার বলেন, কারিতাস ইএসএলইপি-সিএইচটি সিড়িঁ প্রকল্পের আওতায় সর্বমোট ৭৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে খাতা, কলম, স্কেল বিতরন করা হয়। তম্মধ্যে লামা সদর ইউনিয়নে ২১৫ জন, রুপসীপাড়া ইউনিয়নে ৭০ জন, ফাসিঁয়াখালী ইউনিয়নে ১৭০ জন, গজালিয়া ইউনিয়নে ১৬৫ জন ও সরই ইউনিয়নের ১৩০ জন ক্ষুদে শিক্ষার্থী শিক্ষা উপকরন পায়।