হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৭৮২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে কাপ্তাই উপজেলার রাইখালীর টেকের মোড় হতে চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৭৮২ পিস ইয়াবাসহ জয়নাল আবেদীনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
থানার সুত্রে জানা যায়, জয়নাল আবেদীন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ছোট হাজাছড়া বীরবাহু পাড়ার বাসিন্দা।
চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু বলেন, মোয়াজ্জম হোসেন (এএসআই) ফোর্সসহ রাইখালী বাজার এলাকা থেকে শুক্রবার রাতে জয়নাল আবেদীনকে গ্রেফতার করতে সক্ষম হয়। কক্সবাজার থেকে ২জন ব্যক্তি অবৈধ ইয়াবা ট্যাবলেট বহন করে চন্দ্রঘোনা ফেরীঘাট দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এমন সময় একজনকে গ্রেফতার করা গেলেও অন্যজন পালিয়ে যায়।
শনিবার সকালে গ্রেফতার মাদক কারকারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মামলা করে রাঙ্গামাটি আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।