রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি চেক পোস্টে ৭ টি তক্ষক পাচারকালে ২জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) বিকালে এ তক্ষক সহ পাঁচারকারীদের আটক করা হয় বলে জানান কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তক্ষক একটি বন্য প্রাণী। বন্যপ্রাণী ধরা ও মারা আইনগত অপরাধ জানা শর্তেও কিছু অসাধু ব্যাক্তি তক্ষক ধরে পাঁচার করেন এবং লক্ষ্য টাকা অবৈধ আয় করেন। আজকে এরকমই একটি চক্রের সংবাদ পেয়ে বিকালে মানিকছড়ি চেকপোস্ট এলাকা থেকে পাঁচারকালে ৭টি তক্ষক সহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ললিত কুমার চাকমার ছেলে প্রিয়ময় চাকমা এবং একই উপজেলার সাথোয়াইউ মারমার ছেলে সাইনুংমং মারমা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, বিকালে মানিকছড়ি চেকপোস্টে ৭টি তক্ষক পাচার কালে দুইজন ব্যাক্তিকে আটক করা হয়। আমরা তক্ষক গুলো উদ্ধার করে বন বিভাগকে বুঝিয়ে দিয়েছি। যাতে তারা এগুলো বনে ছেড়ে দিতে পারে এবং তক্ষকগুলোর যেনো কোন ক্ষতি হয় না।
তিনি আরও বলেন, অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাঁচারের কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রচলিত আইন অনুসারে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।