নিজস্ব প্রতিবেদক ॥
ইয়াং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব ১৪ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের ‘বি’ গ্রুপের খেলায় শুক্রবার চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে রাঙামাটি জেলা নিজেদের দ্বিতীয় ম্যাচে বান্দরবান জেলা দলের কাছে ২৭ রানে হেরেছে।
সকালে টসে জিতে বান্দরবান জেলা দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বান্দরবান জেলা দল ৩১.৩ ওভারে ৮৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। রাঙামাটির পারভেজ, রুবায়েত ও হিমেল ৩টি করে উইকেট নেন।
মধ্যাহ্ন বিরতির পর রাঙামাটি জেলা দল ৮৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে সব উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে ২৭ রানের পরাজয় বরণ করে। বান্দরবানের জাওয়াদ ৩টি ও নুরুজ্জামান ৪টি করে উইকেট ভাগ করে নেন।
রাঙামাটি নিজেদের প্রথম ম্যাচে কক্সবাজারের কাছে ২৬৯ রানে পরাজিত হয়। রবিবার রাঙামাটি ফেনী জেলার সাথে শেষ ম্যাচ খেলবে।