জিয়াউল জিয়া
সৌদিয়া পরিবহনের সাথে দ্বন্দ্বে রাঙামাটির সাথে দেশের অন্যান্য জেলার সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি উদ্দেশে কোনও গাড়ি ছেড়ে যায়নি। সরকারি বাস বিআরটিসি চলাচল করলেও তাদের গাড়িও আটকে দেয়ার অভিযোগ রয়েছে। এতে বিপাকে পড়েছে এই রুটে চলাচলকারী যাত্রীরা।
জানা গেছে, সৌদিয়া পরিবহন তাদের একটি বাস রাঙামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করে, কিন্তু চট্টগ্রাম-রাঙামাটি মালিক সমিতিতে টোকেন ফি জমা দেয়ার কথা থাকলেও সেটা তারা দেয়নি। এতে বুধবার সমিতির নেতৃবৃন্দ সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা চালু করা হয়। এর প্রতিবাদে কোনওপ্রকার ঘোষণা ছাড়াই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

এদিকে হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রাম-রাঙামাটি মালিক সমিতি রাঙামাটি অংশের সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানিয়েছেন, শুনেছি চট্টগ্রামের রাউজান থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাউজানের সাথে আলোচনা চলছে।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, হঠাৎ এমন ঘটনা অপ্রত্যাশিত, তবে কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই সমাধাণ হবে।

উল্লেখ্য, রাঙামাটি বাস মালিক সমিতি মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়।

