বিপ্লব ইসলাম, লংগদু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সর্বাত্মক ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান রাজনগর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন পিএসসি।তিনি বলেন, সীমান্তে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) বর্তমানে সর্বকালের সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
লে. কর্নেল তাসকিন জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন থাকবে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতীত ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। পাশাপাশি ভোটারদের মধ্যে সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চোরাচালান, জালনোট প্রবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্ক রয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ লক্ষ্যে বিওপিগুলোতে জনবল বাড়ানো হয়েছে এবং বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর আওতাধীন ৪টি উপজেলার ১৪টি ইউনিয়নের ৪৩টি ভোটকেন্দ্রের ভোটারদের নিরাপদ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। এর মধ্যে একটি এলাকায় হেলিকপ্টারের সহায়তাও গ্রহণ করা হবে।
তিনি বলেন, নির্বাচনপূর্ব ও নির্বাচনোত্তর যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবেলায় রাজনগর জোনের ৩৭ বিজিবি সর্বদা জনগণের পাশে থাকবে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
প্রেস ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন জোনের মেডিক্যাল অফিসার মেজর ইমরান, সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়াসহ অন্যান্য কর্মকর্তা।

