বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের চড়ুইপাড়া এলাকায় আয়োজিত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান উপস্থিত ছিলেন।
সফরকালে অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ, গুম-খুনসহ নানা অনিয়ম চিরতরে রুখে দিতে জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ভবিষ্যতে যেন আর কখনো গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে এবং কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে না আসে সে জন্য জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, বিগত সময়ে সারাদেশে যে অন্যায়-অবিচার হয়েছে, তা আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ কার্যকর করা হয়েছে। জনগণের সম্মতির জন্য ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। বাকিটা আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যেই স্বপ্ন আমাদের শহীদেরা দেখিয়ে গেছেন। যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। তাঁরা ওই বাংলাদেশই চেয়েছেন, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। বাংলাদেশের পরিবর্তন আনার জন্য। সেই পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে।

