হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজস্থলীতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে এবং সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম), সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কঙ্কনা প্রভা, রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা, রাজস্থলী সার্কেল অফিসার মোঃ নুরুল আমিন, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন, এবং উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন রাঙামাটি সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম শিকদার।

