শুক্রবার সকালে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ খাগড়াছড়ি সদর অফিস ভবন ও প্রকল্পের আওতাধীন মৎস্য হ্যাচারী উদ্ভোধন করতে খাগড়াছড়ি আসেন।এ সময় পার্বত্য এলাকায় পাহাড়ী মৎস্য প্রকল্প উন্নয়ন ও সম্প্রসারন (৩য় পর্যায়) প্রকল্প পরিচালক, স্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক,চট্টগ্রাম বিভাগের ডিডি,তিন পার্বত্য জেলার জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাগন,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক প্রথমে খাগড়াছড়ি উপজেলা পরিষদের বরাদ্দকৃত জমিতে মৎস্য অধিদপ্তরের অর্থায়নে নিজস্ব অফিস ভবনের উদ্ভোধন করেন।এরপর সদরে পার্বত্য এলাকায় পাহাড়ী মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় হ্যাচারীর ভিত্তি প্রস্তর স্থাপনার উদ্ভোধন করেন।
মহাপরিচালক সৈয়দ অারিফ আজাদ সন্ধায় খাগড়াছড়ি জেলা মৎস্য অফিসে তিন পার্বত্য জেলার মৎস্য কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভা করেন।এ সময় মহাপরিচালক বর্তমান সরকারের মৎস্য সেক্টরে বিভিন্ন উদ্দ্যেগ ও মৎস্য অধিদপ্তরকে সার্বিক সহযোগিতার জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।মহাপরিচালক কর্মকর্তাদের পাহাড়ী প্রকল্পের আওতায় বিভিন্ন ক্রীক ও হ্যাচারীতে মাছ উৎপাদনে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।মধ্যম আয়ের দেশ গড়তে মৎস্য অধিদপ্তরের একটি গুরুর্ত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি জানান।বেকারত্ব মোচন ও জনগনের পুষ্টির চাহিদা পূরনসহ বৈদেশিক মুদ্রা আহোরনে মৎস্য সেক্টর বর্তমানে গুরুর্ত্বপূর্ণ অবদান রাখছে। সে ধারা অব্যাহত রাখতে সকলকে তিনি আহবান জানান।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের খাগড়াছড়ি সফর
খাগড়াছড়ি
1 Min Read
Previous Articleলামায় মতবিনিময়
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.