লংগদু উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা অসহায় নারী শিউলী চাকমাকে সেলাই মেশিন প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীনহিল শিখা প্রকল্প লংগদু ব্রাঞ্চ। লংগদু উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দীন আহাম্মেদ গত বুধবার তাঁর কার্যালয়ে শিউলী চাকমাকে সেলাই মেশিনটি প্রদান করেন। এ সময় শিউলী চাকমার পিতা সোনাধন চাকমা, শিখা প্রকল্প লংগদু ব্রাঞ্চের কো-অর্ডিনেটর মার্তন্ড প্রতাপ চাকমা, মাঠ কর্মকর্তা মোঃ নুর আলম উপস্থিত ছিলেন।
গ্রীনহিল শিখা প্রকল্প অসহায় গরীব দুঃখী নারীদের আইনি সহায়তার পাশাপাশি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। তিনটিলা গ্রামের শিউলী চাকমা তাঁর স্বামীর নির্যাতনের শিকার হয়ে এবং তাঁর শিশু সন্তানের অধিকার আদায়ের জন্য গ্রীনহিল শিখা প্রকল্পের সহায়তা নিয়েছেন। শিউলী চাকমার ভাষ্যমতে, তাঁর স্বামী কিরণ চাকমা বিয়ের একবছর পর থেকেই তাঁর কোনও খোঁজখবর নেয়নি এমনকি তিনি অন্তঃস্বত্তা হওয়ার খবরেও কোনও ধরনের সাহায্য সহযোগিতা করেনি। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমাধানের কয়েকদফা চেষ্টা করেও কোন সমাধান না হওয়ায় অসহায় শিউলী চাকমা আইনি সহায়তার আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে শিউলী চাকমা যাতে ভেঙ্গে না পড়ে এবং পিতার পরিবারেও যেন বোঝা না হয় তাই তার জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে শিখা প্রকল্প লংগদু ব্রাঞ্চ।