নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রাম বিভাগের রাঙামাটির কৃতী সন্তান প্রসেনজিৎ দেব জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি রাঙামাটি জেলা ও চট্টগ্রাম বিভাগ প্রতিনিধিত্ব করে রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত-এই দুইটি পৃথক ইভেন্টেই “ঘ” গ্রুপে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন।
জানা গেছে, প্রসেনজিৎ দেব বর্তমানে রাঙামাটি সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগীতচর্চায় মনোনিবেশ করে তিনি রবীন্দ্র ও নজরুল সংগীতে দক্ষতা ও নান্দনিকতার স্বাক্ষর রেখে চলেছেন। জাতীয় পর্যায়ে একই সঙ্গে দুইটি গুরুত্বপূর্ণ সংগীত ইভেন্টে স্থান অর্জন তাঁর প্রতিভা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের উজ্জ্বল প্রমাণ বলে মনে করছেন সংস্কৃতিজনরা।
এই সাফল্যে রাঙামাটি জেলা ও চট্টগ্রাম বিভাগের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ফ্যান গ্রুপ-এর পক্ষ থেকে প্রসেনজিৎ দেবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগীতাঙ্গনে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সংগীতচর্চা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
সংস্কৃতিমনা মহলের প্রত্যাশা, শিল্প ও সংস্কৃতির ধারাবাহিক চর্চার মাধ্যমে প্রসেনজিৎ দেব ভবিষ্যতে সংগীত জগতে আরও উল্লেখযোগ্য অবদান রাখবেন এবং তাঁর মতো প্রতিভাবান তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ।

