থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ দোকান ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত প্রতি দোকান ব্যবসায়ীকে পনের হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় ক্ষতিগ্রস্তদের দুই বান্ডিল করে ২৬ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। এছাড়া একই সাথে জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো ব্যক্তিগতভাবে প্রতিজনকে নগদ দুই হাজার টাকা করে প্রদান করেন।
বলিবাজার নব নির্মিত জেলা পরিষদের বাজার সেড প্রাঙ্গণে চেক ও টিন বিতরণ করেন জেলা পরিষদের অন্যতম সদস্য খামলাই ম্রো।
এ সময় উপজেলার বিএনপি সিনিয়র সহ সভাপতি ও সাবেক বলিপাড়া ইউপি চেয়ারম্যান ক্যসাউ হেডম্যান, বলিবাজার পরিচালনা কমিটি সভাপতি জাফর আহম্মদ, বলিপাড়া ইউপি মেম্বার সজল কর্মকর্কার, ব্যবসায়ী বুলবুল পাল, বিএনপি বলিপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি মংসিংউ মারমা, ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, জগৎ দাশ বক্তব্য রাখেন। সংক্ষিত আলোচনা সভা শেষে জেলা পরিষদের অনুদানের চেক ও ঢেউটিন ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়।

