নিজস্ব প্রতিবেদক, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকা থেকে বিক্রির সময় রেসাস প্রজাতির একটি বানর ছানা উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার সকালে বানর ছানাটি উপজেলার তিনটহরী ইউনিয়নের কুমারী বড়টিলা এলাকা থেকে ধরে নিয়ে এসে বিক্রির জন্য গুচ্ছগ্রাম এলাকায় দরদাম করছিলেন স্থানীয় মোটরসাইকেল চালক মো. আল-আমিন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে ক্রয়-ক্রয়-বিক্রয়কারীরা বানরটি ফেলে পালিয়ে যায়। পরে বানরটি উদ্ধার করে গহীন জঙ্গলে অবমুক্ত করে বনবিভাগ।
উদ্ধারকালে বন বিভাগের মানিকছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল হামিদ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী রেসাস প্রজাতির বানর সংরক্ষিত। খবর পেয়ে বানরটি উদ্ধার করে গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

