বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে প্রশাসন, আইনশৃংখলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো সানাউল্লাহ (অবঃ)। সোমবার সকালে সাড়ে এগারোটায় তিনি প্রথমে বান্দরবান শহরের বালাঘাটায় পুলিশ লাইনে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদেন।
পরে তিনি জেলা প্রশাসন সম্মেলনকক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি’র সভাপতিত্বে সভায় জেলায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসন’সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো সানাউল্লাহ (অবঃ) বলেন, এবারের নির্বাচন হলো গণতান্ত্রিক পুনরুদ্ধারের পাশাপাশি নির্বাচন কমিশন’সহ বিভিন্ন বাহিনীর খোয়া যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। এটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। বিগত সময়ে যে বিতর্কিত নির্বাচনগুলো হয়েগেছে তাতে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয়নি, প্রতিটি প্রতিষ্ঠানই কলঙ্কিত হয়েছে। তিনি বলেন, যদি এককথায় বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের ব্যাগগ্রাউন্ড কারণ কি, তাহলো সত্যিকারের গণতন্ত্রের অনুপস্থিতি এবং বাজে নির্বাচন। আমরা সবাই এটি জানি, বুঝি এবং বুঝতে হবে। তাহলে ভবিষ্যতে কখনো এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটবেনা।
তিনি বলেন, নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো আইনশৃংখলা পরিস্থিতি সুষ্ঠু থাকলে নির্বাচন সুষ্ঠু হয়। আইনশৃঙ্খলা রক্ষায় যারা কাজ করে তাদের মূলেই হলো পুলিশ। কারণ আপনারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন, আপনাদের গোয়েন্দা তথ্য উপাত্ত’সহ আপনাদের মাধ্যমেই অন্যান্য বাহিনীর কাজ করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যাতে নির্বাচন কোনো ভাবেই বিঘ্নিত, নষ্ট এবং বিতর্কিত না হয়। আমাদের সকলের দায়িত্ব হলো সৎ নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করা।

