নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
দীর্ঘদিন ধরে লালন-পালন করা একটি ভাল্লুক, ছয়টি মায়া হরিণ ও দুটি বানর বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন এক ব্যক্তি।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের তেঁতুলতলা এলাকায় নবদ্বীপ চাকমা নামের ওই ব্যক্তির বাগানবাড়ি থেকে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, পেশায় ইউপি সদস্য নবদ্বীপ চাকমা বিভিন্ন সময় বন থেকে উদ্ধার করা ও আহত অবস্থায় পাওয়া এসব বন্যপ্রাণী নিজের কাছে রেখে লালন-পালন করে আসছিলেন। বন্যপ্রাণী লালন-পালন আইনত দণ্ডনীয়, এ বিষয়টি অনুধাবন করে তিনি স্বেচ্ছায় বনবিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রাণীগুলো হস্তান্তরের সিদ্ধান্ত নেন।
নবদ্বীপ চাকমা জানান, বনে আহত অবস্থায় ভাল্লুকটি পেয়েছিলেন। একইভাবে একটি বানরও আহত অবস্থায় উদ্ধার করে সুস্থ করে তোলেন। আর হরিণগুলো ছোট অবস্থায় পাওয়ার পর থেকেই লালন-পালন করা হচ্ছিল। দীর্ঘদিন ধরেই প্রাণীগুলো বনবিভাগের কাছে হস্তান্তরের চিন্তা ছিল।
অবশেষে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে সেগুলো হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের পর বনবিভাগের পক্ষ থেকে প্রাণীগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে নবদ্বীপ চাকমার মতো সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্ধার করা প্রাণীগুলো চট্টগ্রামের ডুলহাজারা সাফারি পার্কে পাঠানো হবে বলেও তিনি জানান।

