‘ধর্ম যার যার, সৌহার্দ্য সম্প্রতির এই দেশ’ আমার শ্লোগানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি লি:। শুক্রবার শহরের শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির পরিদর্শন করেন এবং পূজা কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ নব নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি এম নেকবর আলী ও গঙ্গা মানিক চাক্মা, সাধারণ সম্পাদক এস এম জাহান লিটন, সহ-সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক বিকাশ ধর, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক মো. বেলাল উদ্দিন, ধর্মীয়, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মো. হালিম শেখ, কার্যকরী সদস্য মো. রফিকুল ইসলাম ও মো. নাসির।(বিজ্ঞপ্তি)

